দীপককুমার দাসঃ
১ অক্টোবর মহম্মদবাজার ব্লকের ডেউচা পাঁচামিতে খনি বিরোধী মিছিল করল আদিবাসী অধিকার মহাসভা। এদিন দুপুর দুটো নাগাদ হিংলো পঞ্চায়েতের হরিণশিঙা ফুটবল মাঠের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি হাটতলা হয়ে দেওয়ানগঞ্জ গ্রাম ঘুরে মথুরা পাহাড়িতে এসে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন আদিবাসী অধিকার মহাসভার তিন আহ্বায়ক জগন্নাথ টুডু, লক্ষীরাম বাসকি ও তেরেশা সরেন সহ এলাকার আদিবাসী মানুষজন।মহাসভার দাবি, সরকার জোর করে আদিবাসী মানুষদের জমি অধিগ্রহণ করতে চাইছে ডেউচা পাঁচামিতে। এলাকার আদিবাসী মানুষ কয়লা শিল্পাঞ্চল চাই না। ডেউচা পাঁচামির মানুষ কয়লা শিল্পাঞ্চলের বিরুদ্ধে। তাঁরা জল, জঙ্গল ও জমি নিয়েই বেঁচে থাকতে চাই। অথচ সরকার এই মানুষদের কথা না শুনে জোর করে শিল্প করতে চাইছে। তার প্রতিবাদেই এদিনের এই মিছিল।