সন্তোষ পালঃ
ছাত্রছাত্রীদের প্রথম থেকেই বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরিচালনায় বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হল। সারা রাজ্য জুড়ে বিজ্ঞান চেতনার উন্মেষ ও বিজ্ঞানের প্রসার ঘটাতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রতিবছর এই অভীক্ষা করে থাকে। এই অভীক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে জ্ঞান ও দক্ষতা যাচাই করা। এছাড়াও, বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরিচালনায় বীরভূম জেলার দুবরাজপুর শাখার উদ্যোগে ২ অক্টোবর বিজ্ঞান অভীক্ষা দিবসে বিজ্ঞান অভীক্ষার আয়োজন করা হয়। এদিন দুবরাজপুর আর বি এস ডি হাইস্কুল, দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরসহ একাধিক বিদ্যালয়ে এই পরীক্ষা নেওয়া হয়। দুবরাজপুর বিজ্ঞান মঞ্চের সভাপতি চিন্ময় গোপাল মণ্ডল জানান প্রায় ১৪০০ ছাত্র-ছাত্রী এদিন পরীক্ষায় বসে।