সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূমের খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভা কক্ষে বিশ্বনাথ নৃত্যগীতি বাহিনী নাচের স্কুলের ২৮০ জন ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্রনৃত্য ও কত্থক নৃত্যের উপর পরীক্ষার আয়োজন করা হয় ১ অক্টোবর। পরীক্ষা শিবিরে পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাত সিনহা ও সোমা সিনহা। এছাড়া ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তারাপদ দাস, বিশ্বনাথ নৃত্যগীতি বাহিনী নাচের স্কুলের কর্নধার বিশ্বনাথ সেন। এদিন নাচের স্কুলের ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র প্রদান করা হয় উপস্থিত পরীক্ষকদ্বয় ও সহ সভাপতির হাত দিয়ে।