দীপককুমার দাসঃ
টানা পাঁচ দিনের বৃষ্টিতে যখন জলমগ্ন বীরভূম জেলার বিভিন্ন অঞ্চল তখন জল নিয়ে সমস্যায় পড়েছেন মহঃ বাজার পঞ্চায়েতের কুমোরপুর আদিবাসী পাড়ায় বাসিন্দারা। পানীয় জলের দাবিতে মহঃ বাজার-সাঁইথিয়া রাস্তায় সারি সারি কলসী রেখে পথ অবরোধ করলো আদিবাসী রমণীরা। এই আদিবাসী পাড়ায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। সমস্যা সমাধানের জন্য সাবমার্সিবল বসানো হলেও মাসে ছয় সাতবার খারাপ হয়ে যাচ্ছে। ফলে পানীয় জলের জন্য সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। পঞ্চায়েত, বিডিওকে জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি অবরোধকারীদের। জলের জন্য অনেক দূর থেকে জল আনতে হচ্ছে, কিংবা বাধ্য হয়ে কারো বাড়ি থেকে পানীয় জল আনতে হচ্ছে।যাদের বাড়ি থেকে জল আনা হচ্ছিল তারাও আর পানীয় জল দিতে অপারাগ। তাই বাধ্য হয়েই এই অবরোধ। অবরোধে অংশ নেওয়া তনুশ্রী মারান্ডি বলেন, বিডিওকে পানীয় জলের জন্য দরখাস্ত দেওয়া হয়েছে। কিন্তু কল খারাপ থাকলেও তার সারানোর কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ কোনো সমাধান না হবে ততক্ষণ অবরোধ চলবে। আরেক আদিবাসী রমণী লক্ষী সরেণ, কুমোরপুর আদিবাসী পাড়ায় পানীয় জলের দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে একই কথা শোনালেন। তাই বাধ্য হয়েই রাস্তায় জলের কলসী রেখে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহঃ বাজার থানার পুলিশ ও মহঃ বাজার পঞ্চায়েতের প্রধান ঊমা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত প্রধান দ্রুত ঐ পাড়ার সাবমার্সিবল সারানোর আশ্বাস দিলে ঘন্টা খানেক অবরোধের পর অবরোধ তুলে নেয় আদিবাসী মহিলারা।