বীরভূমের বোলপুরে নিঃখরচায় WBCS প্রশিক্ষণ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুর মহকুমা প্রশাসন এবং বোলপুর উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ২০১৪ সাল থেকে “প্রচেষ্টা” নামক প্রকল্পে শুরু হয়েছে নিঃখরচায় WBCS প্রশিক্ষণ। দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের‌ জন্য ডব্লুবিসিএস, সেইসঙ্গে অন্যান্য চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই কোচিং দেওয়া হচ্ছে। মোট ৪১ জন পরীক্ষার্থী এই সুযোগ পাচ্ছেন। তারমধ্যে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য দশটি আসন সংরক্ষিত। প্রতি সপ্তাহে শনি এবং রবিবার এই ক্লাস হয়। জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি,মেইন্স এবং পার্সোনালিটি টেস্টের জন্য ছাত্র-ছাত্রীদের বিনা পারিশ্রমিকে এই প্রশিক্ষণ দেন। জানা গেছে, এই প্রশিক্ষণ নিয়ে ছাত্রছাত্রীরা ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল অডিট এন্ড একাউন্টস, ব্যাংকিং, রেলওয়ে এমন বিভিন্ন সরকারি সংস্থায় চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাচ্ছেন। গত ৯ অক্টোবর বোলপুর উচ্চ বিদ্যালয়ে এই “প্রচেষ্টা” কোচিংয়ের অষ্টম ব্যাচের শুভ সূচনা করেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আরক্ষাধ্যক্ষ রাজনারায়ণ মুখোপাধ্যায়, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক নিখিল আগরওয়াল, বোলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাফিকুল হাসান প্রমুখ। সেইসঙ্গে “প্রচেষ্টা” প্রজেক্টের সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকা সহ নতুন ব্যাচের ছাত্র-ছাত্রীরা। কিভাবে এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাওয়া যায় সেকথায় তুলে ধরেন জেলাশাসক সহ বিশিষ্ট বক্তারা। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর থেকে চলতি শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে বলে প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর তারক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *