অমৃত মহোৎসব কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে নাটক, খয়রাসোলে

সেখ রিয়াজুদ্দিনঃ

স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে সমগ্র দেশব্যাপী পালিত হচ্ছে অমৃত মহোৎসব। উল্লেখ্য ইতিপূর্বে বীরভূম জেলার দায়িত্বপ্রাপ্ত সিআরপিএফ কমান্ডান্ট উদয় দিব্যাংশুজীর উদ্যোগে খয়রাশোল G/167 ব্যাটেলিয়নের আয়োজনে স্থানীয় এলাকা জুড়ে পালিত হয়েছে “আমার মাটি-আমার দেশ” কর্মসুচী। সেক্ষেত্রে খয়রাসোল ক্যাম্পের সেনা জওয়ানরা জাতীয় পতাকা ও কলসি হাতে বাড়ী বাড়ী গিয়ে মাটি সংগ্রহ করেন। স্বচ্ছ ভারত কর্মসূচির অংশ হিসেবে সাফাই অভিযান সহ নানান কর্মসুচী পালন করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে দেশের সংগ্রামীদের মধ্যে বহু নাম আজও অজানা কিম্বা সেভাবে চর্চিত নয়। অথচ মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসু সহ অন্যান্য সংগ্রামিদের নামের পাশাপাশি-তাদেরও অবদান, ত্যাগ, সহ্য তথা জীবন বৃত্তান্তও বিশেষ উল্লেখযোগ্য। সেইরকম স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে বীরভূমের অন্যতম একজন হচ্ছেন সত্যবালা চট্টোপাধ্যায়।স্বাধীনতা সংগ্রামে উনার আত্মবলিদানের কথা নিয়ে একটি নাটক রচিত হয়েছে। সেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামার আমন্ত্রণে এবং দুবরাজপুর সেঁজুতী কালচারাল গোষ্ঠীর পক্ষ থেকে খয়রাশোল সিআরপিএফ ক্যাম্পের জওয়ানদের ব্যবস্থাপনায় স্থানীয় ব্লক চত্ত্বরে মঙ্গলবার পথ নাটকটি মঞ্চস্থ হয়। উপস্থিত ছিলেন G/167 ব্যাটেলিয়ন ওসি কে ইয়াসু দাসু ও ইন্সপেক্টর সন্তোষ কুমার ঘোষ সহ স্থানীয় খয়রাসোল সিআরপিএফ ক্যাম্পের জওয়ানরা। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান সেঁজুতী নাট্য গোষ্ঠীর সম্পাদিকা সুমনা চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *