সেখ রিয়াজুদ্দিনঃ
সকল বেকার যুবকদের কাজ। চাকরির পরীক্ষায় দ্রুত নোটিফিকেশন জারি। দুর্নীতির ফলে বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ। প্রাইভেট টিউটরদের সামাজিক স্বীকৃতি ও চাকরি নতুবা ভাতার ব্যবস্থা। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করে তাদের রেশন ও উপযুক্ত স্বাস্থ্য পরিসেবা এবং ভাতা প্রদান। ডেলিভারি বয়দের শ্রমিকের স্বীকৃতি দিয়ে উপযুক্ত পরিসেবা। বেহাল রাস্তা মেরামত। মদ ও মাদকদ্রব্যের প্রসার বন্ধ এসমস্ত দাবিতে বৃহস্পতিবার জেলা সদর সিউড়িতে এসইউসিআই কমিউনিস্ট পার্টির যুব সংগঠন এআইডিওয়াইও (AIDYO) র ডাকে জেলা শাসকের দপ্তরের সামনে যুব বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ইতিপূর্বে সংগঠনের পক্ষ থেকে সিউড়ি শহর জুড়ে বিক্ষোভ মিছিল পরিক্রমা করে এবং জেলা শাসকের দপ্তরের সামনে যুব বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। পরে সংগঠনের প্রতিনিধিগণ জেলা শাসককের কাছে গিয়ে তাদের দাবি সম্বলিত একটা স্বারক লিপি প্রদান করেন। এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এআইডিওয়াইও (AIDYO) র রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জী, বীরভূম জেলা সম্পাদক সেমিম আখতার ও জেলা সভাপতি হেমন্ত রবিদাস।