“আমরা সকলে” ক্লাবের দুর্গোৎসবের ভার্চুয়ালী উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলার খয়রাশোল থানা এলাকায় যে সমস্ত দুর্গাপূজা হয় তারমধ্যে অন্যতম খয়রাসোল গ্রামে “আমরা সকলে” ক্লাবের পরিচালনায় দুর্গাপুজা। এখানকার এই সার্ব্বজনীন দুর্গোৎসব এবার ২২ বছরে পদার্পণ করলো। বিগত বছরগুলিতে দুর্গোৎসবের দিনগুলি নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। এবছর দুর্গোৎসবের দিনগুলিতে আকর্ষণীয় হিসেবে থাকছে মিনি গোল, দুজনের সেরা জুটি, শঙ্খধ্বনি ও অঙ্কন প্রতিযোগিতা, কবিগানের আসর ইত্যাদি নানান অনুষ্ঠানের আয়োজন থাকছে বলে উদ্যোক্তাদের দাবি। আজ বৃহস্পতিবার রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের অন্যান্য জেলার ন্যায় বীরভূমের খয়রাশোল গ্রামেও “আমরা সকলে” ক্লাব পরিচালিত সার্ব্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা করলেন ভার্চুয়ালী ভাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। খয়রাশোল দুর্গোৎসব পুজো কমিটির মন্ডপে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার মোহতাসিম আখতার, খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বীশ দাস, খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, খয়রাশোল পঞ্চায়েত প্রধান ভূপেন্দ্রনাথ ঘোষ, “আমরা সকলে”- ক্লাবের সভাপতি স্বপন ঘোষ, সম্পাদক শুভময় ব্যানার্জী সহ ক্লাবের অন্যান্য সদস্য সদস্যা সহ বিশিষ্টজনও সাধারণ মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *