সতর্কতা ও সচেতনতা হিসেবে খয়রাসোল পুলিশের উদ্যোগে ঝোপঝাড় পরিস্কার

সেখ রিয়াজুদ্দিনঃ

গত বুধবার বীরভূম জেলার পাঁড়ুই থানার মঙ্গলডিহি গ্রামে চুরির উদ্দেশ্যে ইউকো ব্যাঙ্কের দেওয়ালে সিঁদ কাটে চোরেরা। ব্যাঙ্কের যে পাশের দেওয়ালে সিঁদ কাটে সে দিকটা ঝোপ জঙ্গলের মধ্যে পরিপূর্ণ ছিল। সুযোগ বুঝে কোপ মারার চেষ্টায় চোরেরা ঝোপের আড়াল থেকে সিঁদ কেটে সহজেই ব্যাঙ্কের ভেতরে ঢোকে পড়ে। তবে ব্যাঙ্কের দরকারি কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে যাওয়া ছাড়া তেমন কিছু বড় ধরনের অঘটন ঘটাতে পারেনি বলে খবর। সেই খবরটি চাউর হতেই জেলার বিভিন্ন থানার পক্ষ থেকেও নিজ নিজ থানা এলাকায় সতর্কতা অবলম্বন করা হয়। সেরূপ খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস স্থানীয় ব্যাঙ্কের সামনে অনুরূপ পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করেন। তিনি জানতে পারেন খয়রাশোলে অবস্থিত পশ্চিমবঙ্গ গ্রামীন ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্কের পূর্বদিকে ঝোপ জঙ্গলে পরিপূর্ণ, সেইসাথ রয়েছে জলাভূমি। যা পাড়ুই থানার মঙ্গলডিহি ইউকো ব্যাঙ্কের ন্যায় চোরেরা সিঁদ কেটে দিলেও কারো দৃষ্টিগোচর হবে না। যারফলে আগাম সতর্কতা হিসেবে ওসি তপাই বিশ্বাস উক্ত এলাকা সহ খয়রাসোল বাজারের মধ্যে ঝোপঝাড় পরিস্কার করার কর্মসূচি গ্রহণ করেন। সেই মোতাবেক খয়রাশোল থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে ঝোপ জঙ্গল পরিস্কার করে দেন। এরফলে রাস্তার দুইধার দিয়ে নজরদারি করতে সুবিধা হবে। পাশাপাশি এও বার্তা দেওয়া হয় যে এর ফলে মশাবাহিত ডেঙ্গুর হাত থেকেও পরিত্রাণ পেতে পারে। স্থানীয় লোকজনদের অভিমত পুলিশের এরূপ দূরদর্শী পদক্ষেপ গ্রহণে একসাথে দুই কাজ হলো যেমন মশার বংশ হবে ধ্বংস। তেমনি চোরেরাও নিরিবিলি জায়গা পেয়ে অসামাজিক কাজ করার সুযোগ পাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *