দীপককুমার দাসঃ
আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এই বিশেষ দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল দানের মাধ্যমে তর্পণ করলে তারা তৃপ্ত হন এবং আর্শীবাদ করেন। ফলে সংসারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। সেই প্রথা মেনে আজ বিভিন্ন নদীতে ভোরবেলা থেকে তর্পণ করেন বহু মানুষ। সিউড়ির তিলপাড়ার ময়ূরাক্ষী নদীতে তর্পণ করতে জড়ো হন বহু মানুষ। এক কোমর জলে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তারা তর্পণ করেন।