দুর্গাপূজার প্রাক্কালে একক উদ্যোগে দুঃস্থদের ব্স্ত্রদান কাঁকড়তলায়

সেখ রিয়াজুদ্দিনঃ

আজ মহালয়া। দিন কয়েক পরেই দুর্গোৎসবের আনন্দে মেতে উঠবে আপামর বাঙালী।চারিদিকে চলছে পুজো মন্ডপ, প্রতিমা নিয়ে সাজো সাজো রব। সবার ক্ষেত্রে পুজোয় নতুন সাজ পোশাক কেনা হয়ে ওঠে না। সমাজের বহু হৃদয়বান মানুষ আছেন যারা দুঃস্থদের দুঃখ বেদনা অনুভব করেন বা অসহায়দের কথা ভাবেন। সেইরকমই এক ব্যক্তি বীরভূমের কাঁকরতলা থানার পলপাই গ্রামের আনন্দময় মন্ডল। তার ভাবনা যাদের নতুন বস্ত্র কেনার ক্ষমতা নেই, তারাও যেন নতুন বস্ত্র পরে পুজোয় আনন্দে মেতে ওঠে সেই অনুযায়ী শনিবার মহালয়ার দিন তার স্বর্গীয় পিতা মাতার স্মৃতির উদ্যেশ্যে বাচ্চা থেকে মহিলা ও পুরুষ মিলিয়ে ৫০ জন দুঃস্থদের হাতে নতুন বস্ত্র, মিষ্টির প্যাকেট তুলে দিলেন। নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই অসহায়দের চোখে মুখে হাসির রেখা। এদিন উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গোরাচাঁদ মন্ডল, সমাজসেবী সমীর পান, বস্ত্র দানের আয়োজক আনন্দময় মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *