সেখ রিয়াজুদ্দিনঃ
দুর্গা পূজার আগেই রাজনগরে থানা এলাকায় শতাধিক প্যাকেট শব্দবাজি উদ্ধার সহ একজনকে আটক করল রাজনগর থানার পুলিশ।আর দুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব-দুর্গোৎসব। এই উৎসব চলাকালীন অনেক সময়ই বাজি ফাটানো থেকে দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া শব্দবাজি ফাটানোর ফলে পরিবেশ দূষণও হয়ে থাকে। সেদিকে লক্ষ্য রেখেই এই শব্দবাজি বিক্রি এবং ফাটানো বিষয়ে প্রশাসনিক নির্দেশ জারি করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের তরফে এ বিষয়ে প্রচার অভিযানও চালানো হয়েছে এমনকি থানায় ডাকা প্রশাসনিক মিটিং এ পর্যন্ত উক্ত বিষয়ে সতর্কতা জারি করেন। এরপর কোথাও কোন শব্দবাজি মজুদকৃত রয়েছে বা বিক্রি হচ্ছে কিনা সে বিষয়ে রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত এর নির্দেশে রাজনগর থানার এএসআই রণজিৎ চক্রবর্তী সহ রাজনগর থানার পুলিশ স্থানীয় থানার অন্তর্গত ভবানীপুর অঞ্চলের বিভিন্ন দোকানে অতর্কিতে অভিযান চালান ১৫ অক্টোবর, রবিবার। আর সেখানেই একটি দোকান থেকে শতাধিক প্যাকেট শব্দবাজি উদ্ধার করে রাজনগর থানার পুলিশ এবং সেই সাথে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।