শম্ভুনাথ সেনঃ
মহালয়ার পূণ্যলগ্নে বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতালে ১০৮ জন গর্ভবতী মায়েদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও পুষ্টিকর খাদ্য। তাছাড়াও স্থানীয় সাধারণ দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী। উল্লেখ্য, ১৯৬৬ খ্রীঃ দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভুপানন্দ মহারাজের প্রচেষ্টায় অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল যাত্ৰা শুরু করে। দীর্ঘ ৫৭ বছর ধরে আজও মানুষের চিকিৎসা পরিষেবা নিয়ে এগিয়ে চলেছে। ১০ টাকার বিনিময়ে আজও চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ এখান থেকে দেওয়া হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, স্বামী মহাদেবানন্দ মহারাজ, হাসপাতালের চিকিৎসক সমীরণ মন্ডল, ডাঃ বাবন ঘোষ, ডাঃ এস.পি.মিশ্র, ডাঃ সোমনাথ ব্রহ্মচারী সহ রাজনগর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিদ্যুৎ নন্দী ও আশ্রম অনুরাগী বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রহ্মচারী অমৃত চৈতন্য মহারাজ।