বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের অফিসার্স ক্লাবের থিম-আলোয় ভুবন ভরা

দীপককুমার দাসঃ

বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের অফিসার্স ক্লাবের এবারের দুর্গা পুজোর থিম-আলোয় ভুবন ভরা। বাংলার লোকশিল্পকে মন্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে। মন্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে ছৌ নাচের মুখোশ, বর্ধমানের নিমতৌড়ির আদলে কাঠের পুতুল, চন্দননগরের কাপড়ের পুতুল, রঙ-বেরঙ এর কাগজ। মন্ডপসজ্জার আর্কষণ বাড়াতে আঁকা হয়েছে পটচিত্র। পুরো মন্ডপ শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে।প্রবেশপথে আঁকা হয়েছে প্রায় ৩০০ফুট আলপনা। রঙিন কাগজের নানা ধরনের কাজ আলাদা মাত্রা যোগ করেছে মন্ডপে। এই মন্ডপের থিম শিল্পী প্রহ্লাদ ভান্ডারী। প্রতিমা তৈরি করেছেন উৎপল সূত্রধর। পান্ডবেশ্বরের আলোকসজ্জা। পুজো উপলক্ষে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুলিয়ার ছৌ নাচ ও মহিলাদের ফ্যাশন শো এর। থিম শিল্পী প্রহ্লাদ ভান্ডারী বলেন, বর্তমানে আধুনিকতার যুগে আমরা বাংলার লোকসংস্কৃতিকে হারিয়ে ফেলছি। ছৌ নাচ, পুতুল নাচ, পটের গান লুপ্তপ্রায়। সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে প্রচারের আলোয় এনে বাংলার ভুবন ভরিয়ে দিতে চাই। নতুন আঙ্গিকে বাংলার লোকসংস্কৃতি, লোকশিল্প বেঁচে থাকুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *