বীরভূমের সদর সিউড়িতে জেলা সমাহর্তা উদ্বোধন করলেন সাহিত্য পত্রিকা “প্রগতি”

শম্ভুনাথ সেনঃ

বীরভুমের সাঁইথিয়া থেকে প্রকাশিত দেবাশিস সাহা সম্পাদিত উৎসব সংখ্যা “প্রগতি-১৪৩০” প্রকাশিত হলো। গত ১৭ অক্টোবর, সন্ধ্যায় জেলা সদর সিউড়িতে জেলা শাসকের সভাকক্ষে এই পত্রিকার উদ্বোধন হয়। প্রগতির মোড়ক উন্মোচন করেন জেলা সমাহর্তা বিধান রায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন প্রথমে জেলাশাসককে সংবর্ধিত করা হয়। তাঁতশিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে সাঁইথিয়ার তাঁত শিল্পীদের হাতে বোনা গামছা প্রদান করা হয় উত্তরীয় হিসেবে। উপস্থিত ছিলেন পত্রিকা সম্পাদক দেবাশিস সাহা, সভাপতি ড. আদিত্য মুখোপাধ্যায়, সহ-সম্পাদক তথা সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা সহ অন্যান্য সাহিত্য প্রেমী বিশিষ্টজনেরা। উল্লেখ্য, গল্প, প্রবন্ধ, কবিতা, উপন্যাস, ছোটগল্প, রম্যরচনায় সমৃদ্ধ সংগ্রহযোগ্য সংকলন “প্রগতি”জেলার বুকে নজরকারা এক সাহিত্য পত্রিকা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীজাত, সুবোধ সরকার, পবিত্র সরকার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, পল্লব সেনগুপ্ত, রজত সান্যাল, নলিনী বেরা, ভগীরথ মিশ্র, তপন বন্দ্যোপাধ্যায় এমন সব প্রথিতযশা সাহিত্যিক লেখকদের কলমে সমৃদ্ধ “প্রগতি” এবার ২৬ তম বর্ষের উৎসব সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *