দীপককুমার দাসঃ
বীরভূম অনুভবে টুলটুল ওয়েলফেয়ার সোসাইটি গুরুকূল পরম্পরার আয়োজনে ও নৃত্যাঙ্গণ বিদ্যানিকেতনের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিনের শাস্ত্রীয় নৃত্য উৎসব। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে প্রথম দিনের এই শাস্ত্রীয় নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়। শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে নটরাজ বন্দনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথি বরণের পর ভারতনাট্যম, কত্থক, মণিপুরী সহ বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা। নৃত্যাঙ্গণ বিদ্যানিকেতনের কর্ণধার ডঃ চন্দ্রাবলী ঘোষালের নৃত্য পরিচালয়ায় এই সংস্থার নৃত্য শিল্পীরা শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন। এদিন প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠান পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুমিত বসু, নাট্যব্যাক্তিত্ব উজ্জ্বল হক, সিউড়ি থানার ট্রাফিক ওসি সুমন প্রামাণিক। ২১ অক্টোবর, শুক্রবার গোবরার গুরুকূল প্রাঙ্গণে আরাঙ্গাট্রম পরিবেশিত হয়।