পঞ্চমীতে বীরভূমের দুবরাজপুর পুরশহরের দুর্গাপুজোর উদ্বোধন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর পুরশহরের অন্যতম নজরকারা ডিএসএ (দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন) ক্লাবের দুর্গোৎসব এবার ১৪ বছরে পা দিয়েছে। সারদা ফুটবল ময়দানে অনুষ্ঠিত এই দুর্গোৎসবের শ্রী পঞ্চমীতে উদ্বোধন হয়ে গেল। বীরভূমের জেলা সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের হাত ছুঁয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন পুরপ্রধান পীযূষ পান্ডে, বিডিও রাজা আদক, দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্তোষ ভকত, বিশিষ্ট সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় সহ বহু ব্যক্তিত্বরা। ডিএসএ ক্লাব তাদের এবার নয়াভাবনায় থিম সাজিয়েছে “ইচ্ছে ডানা”। হাজার পাখির কলকাকলিতে একটি নতুন ভাবনায় তাদের মন্ডপ সজ্জা নির্মাণ হয়েছে। পুজো ক’দিন প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে, বীরভূমের দুবরাজপুর পুরশহরের দু’নম্বর ওয়ার্ডেও অন্যতম উত্তরাঞ্চল ক্লাবের নজরকারা দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। এবার তাদের পুজো ৪৩ তম বর্ষে পা রেখেছে। পঞ্চমীর সন্ধ্যায় এই দুর্গোৎসবের উদ্বোধন করেন বীরভূম জেলা সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়। উত্তরাঞ্চল ক্লাব এবার তাদের থিম ভাবনায় রেখেছে ‘মাতৃগর্ভে মাতৃরূপ’। নতুন আঙ্গিকে সাজিয়েছে পুজো প্যান্ডেল। মন্ডপের পাশেই একটি মঞ্চে তাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান পীযূষ পান্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্তোষ ভকত সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের সূচনায় মঞ্চের অতিথি ও শ্রোতা দর্শকদের কাছে এবার তাদের থীম ভাবনা তুলে ধরেন ক্লাব সদস্য শিক্ষক বিশ্বজিৎ ব্যানার্জি। এবার পুজোয় তাদের ১৫ লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *