শম্ভুনাথ সেনঃ
আজ মহাসপ্তমী। বাংলার আকাশে বাতাসে আনন্দের রোল। মা এসেছেন ঘরে। সকাল থেকে পুকুর কিংবা নদীর ঘাট গুলিতে কলা বউ স্নানের নিমিত্তে ভিড়। জমজমাট নতুন পোশাকে আবাল বৃদ্ধ বণিতার দল। তেমন একটি ছবি আজ ধরা পড়েছে আমাদের নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়। বীরভূমের সিউড়ি সন্নিহিত মল্লিকপুর গ্রামের সিংহ বাড়ির পুজো। এই বনেদী পরিবারের সিংহ বাড়ির দুর্গাপুজো এবার ৪০৭ বছরে পদার্পণ করেছে। সাত সকালে গ্রাম সংলগ্ন জাতীয় সড়কের ধারে “চন্দ্রভাগা” নদীতে নবপত্রিকা স্নানের নিমিত্তে কলা বউ স্নান ও ঘট ভরতে দোলা নিয়ে আসা হয়। তারপর হয় পুজো অর্চনা। এখানকার পুজোর বৈশিষ্ট্য একটু আলাদা। আজ সপ্তমী তিথিতে প্রাচীন পরম্পরা অনুযায়ী ছাগ বলিদান হয়। অষ্ঠমী পুজোর শেষে একটি সাদা ছাগ বলিদান করা হবে। নবমী পুজোয় তিনটি ছাগ বলিদান হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। দশমী দিনে গোটা গ্রাম জুড়ে চলবে খিচুড়ি প্রসাদ বিতরণ।এখানেও নবমী দিনে মহিলারা সিন্দুর খেলায় মেতে ওঠেন।