শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর ১ নং ব্লকের দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতের দক্ষিণগ্রামের প্রগতি সংঘ এবার এক অন্য ভাবনায় দুর্গোৎসব পালন করে। সপ্তমী, অষ্টমী, নবমী তিন দিন প্রদর্শিত হয় জীবন্ত দুর্গা। ক্লাবের সদস্যরা বিকেল থেকেই তাদের সাজ সজ্জা নিয়ে মঞ্চে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সেজে স্টাচু আকারে এলাকার মানুষকে আনন্দ দান করেন। এছাড়া দর্শকদের মনোরঞ্জন করার জন্য মঞ্চ জুড়ে ছিল তাদের নানা থিম। উল্লেখযোগ্য ছিল কংসের কারাগারে বাসুদেব, মর্ত্যে গঙ্গার আগমন, কালি ভক্ত রামকৃষ্ণ, প্রাচীন সেই নরবলি প্রথা, দ্রৌপদীর বস্ত্রহরণ। এমন মনুষ্য রূপী দুর্গা ও তাদের থীমের কৃৎ কৌশল দেখার জন্য এলাকার মানুষের ছিল প্রবল আগ্রহ। সন্ধ্যা হলেই প্রগতি সংঘের প্যান্ডেল জুড়ে দর্শকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।
অসাধারণ