বীরভূমের গ্রামে গ্রামে বিজয়া দশমীর দিনেই আদিবাসী নৃত্য

শম্ভুনাথ সেনঃ

আজ ২৪ অক্টোবর বিজয়া দশমী। দুর্গোৎসবের শেষ দিন। দীর্ঘকাল থেকে এই দিনটিতে শুভ বিজয়া দশমীর প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানানোর দিন। সেই সঙ্গে চলে মিষ্টি মুখের পালা। আর এই বিজয়া দশমীর দিনে আদিবাসীরা দল বেঁধে বেরিয়ে পরেন তাদের সাঁওতালি নৃত্য নিয়ে। সেই সাবেকি সুরে গান গেয়ে আদিবাসী নৃত্য দেখিয়ে তারা নাড়ু, মুড়ি, মুড়কি, খই, পরবী সংগ্রহ করে। গ্রামীণ সংহতি রক্ষায় এও এক সাবেকী প্রথা। দুবরাজপুর পুরশহর ও সন্নিহিত গ্রাম এলাকায় সকাল থেকে শুরু হয়েছে এই সাঁওতালি নৃত্য। উল্লেখ্য, এই শারদীয়া উৎসবের সময়ে চলে আদিবাসীদের দাঁসাই পরব। নৃত্যের তালে তালে চলে তাঁদের সাঁওতালি ভাষায় গান। দলপতি শকু হেমরম জানান, তাদের বাড়ি দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মাজুরিয়া গ্রামে। তাদের এই নৃত্যে ব্যবহৃত হয়– মাদল, দুমদুমি, করতাল ইত্যাদি বাদ্যযন্ত্র। নাচের সময় হাতে নিয়ে থাকে একগুচ্ছ ময়ুরের পালক।

ছবি ও ভিডিওঃ প্রিয়রঞ্জন ধর, দুবরাজপুর, বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *