উত্তম মণ্ডলঃ
আগের দিনের মহোৎসবের কিছু প্রসাদী খিচুড়ি বেঁচে গিয়েছিল, রাখা ছিল শালপাতা ঢাকা দিয়ে। সেই খাওয়াতেই বিপত্তি। সেই খাওয়াই যে শেষ খাওয়া হবে, বুঝতে পারেননি রাজনগর ছোটবাজারের সাধু বাগ্দী (৫৩), পারু বাগ্দী (০৫)রা। সব মিলিয়ে অসুস্থ অন্তত ১৫। লক্ষ্মীপূজা উপলক্ষে খিচুড়ি প্রসাদের আয়োজন ছিল রাজনগর ছোটবাজার মালীপাড়ায়। আর সেই প্রসাদী খিচুড়িই প্রাণ কেড়ে নিল তাঁদের। জানা গেছে, ওই খিচুড়ি খেয়ে মালীপাড়া ও পার্শ্ববর্তী ছোটবাজারের বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন৷ দ্রুত তাঁদের স্থানীয় রাজনগর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷এরপর অবস্থার অবনতি হলে তাঁদের অধিকাংশকে নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে।এঁদের মধ্যে ১ শিশু সহ ২ জনের মৃত্যুর হয়েছে বলে খবর। মৃতদের নাম সাধু বাগ্দী(৫৬), অন্যজন একই পরিবারের এক শিশু, নাম পারু বাগ্দী (৫)৷ তবে শোকাহত সাধু বাগ্দীর হার্ট অ্যাটাকে মৃত্যু বলে স্থানীয়দের দাবি। আজ সিউড়ি হাসপাতালে মৃতদের ময়না তদন্ত করা হয়৷ এই ঘটনার জেরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোকার্ত হোন এলাকার মানুষ। স্থানীয় বহু মানুষ ও জনপ্রতিনিধিরা এলাকায় যান৷ পাড়ায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্বাস্থ্য বিভাগের টিম।বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।