
উত্তম মণ্ডলঃ
লক্ষ্মীপুজোর বাসি খিচুড়ি খেয়ে প্রাণ গেছে তিনজনের। আজ সুশান্ত মালাকার (মুকুল) নামে মাঝবয়সী আরও একজনের মৃতদেহ এসে পৌঁছায়। বাকিরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চারপাশে আতঙ্ক। এ অবস্থায় আজ রাজনগর মালিপাড়ায় পরিবারগুলির পাশে এসে দাড়ালেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। সমবেদনার পাশাপাশি তাঁরা পরিবারগুলিকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর।