শম্ভুনাথ সেনঃ
বীরভুমের ইলামবাজার বিদ্যুৎ দপ্তরে প্রিপেড স্মার্ট মিটার চালু করার প্রতিবাদে বামপন্থী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজ ২ নভেম্বর বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন দেওয়া হয়। আজ বেলা ১২ টা নাগাদ বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে চার জন ইলেকট্রিক ডিপার্টমেন্টের উর্ধ্বতন আধিকারিক নবী হোসেন মোল্লা সঙ্গে কথা বলেন। তাদের স্মার্ট মিটার চালু করার প্রতিবাদে একগুচ্ছ দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে ঠিকঠাক সাড়া না পেলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন। অন্তত ১০০ জন দলীয় সমর্থক এই গণ ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়। প্রিপেড স্মার্ট মিটার চালু করার প্রতিবাদে সাধারণ মানুষের কথা চিন্তা-ভাবনা করে তাদের এই বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন বলে দলীয় নেতৃত্ব জানান। সেইসঙ্গে সাধারণ এবং গরিব মানুষকে বিনা পয়সায় ইলেকট্রিক কানেকশন, বিদ্যুতের বিল এর পরিমাণ কমানো, সঠিক সময়ে বিদ্যুতের রিডিং এবং পরিষেবা প্রদান করতে হবে এমন সব দাবী জানানো হয়।