
সনাতন সৌঃ
৪ নভেম্বর সাঁইথিয়া ব্লকের অন্তর্গত আমোদপুরে নাট্য তীর্থ গোষ্ঠীর উদ্যোগে রাঙামাটি উৎসব অনুষ্ঠিত হয়। এদিন রাত সাড়ে সাতটায় সিউড়ী ইয়ং নাট্য সংস্থার নবতম শিশু কিশোর প্রযোজনায় গীতিনাট্য নির্ভর অবনীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ক্ষীরের পুতুল নাটকটি পরিবেশিত হয়। নাটকটির নাট্য শিল্পীদের মুন্সিয়ানা অভিনয়ে দর্শকদের দারুন নজর কেড়েছে। নাটকটির নির্দেশনায় ছিলেন বিশিষ্ট নাট্য অভিনেতা নির্মল হাজরা। নৃত্য পরিকল্পনায় ও নির্মাণ সহযোগী ছিলেন ফুল মুখোপাধ্যায় ও নির্মাল্য সোম। মঞ্চ সজ্জায় ও আলোর ধ্বনির ছিলেন শম্পা দাস ও উমেশ শর্মা। প্রসঙ্গত বলা যায়, সিউড়ী ইয়ং নাট্য সংস্থা জেলার বিভিন্ন প্রান্তে নাট্য মঞ্চে সাফল্যের সাথে নাটক পরিবেশন করে দারুন প্রশংসা অর্জন করেছে।