শম্ভুনাথ সেনঃ
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের উদ্যোগে গত ৪-৬ নভেম্বর তিন দিন ব্যাপী সারা বাংলা স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর লাগোয়া কোদালিয়া প্রসন্ন বঙ্গ হাইস্কুলে। সারা রাজ্যের ১৯ টি জেলা থেকে অন্তত ২৫০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এবারই প্রথম বীরভূম জেলা থেকে রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতিযোগিরা। বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রবীর সেনগুপ্ত হাইস্কুল থেকে দুজন, বোলপুর টেকনো ইন্ডিয়া স্কুল থেকে একজন, সাঁইথিয়া গীতাঞ্জলি পাবলিক স্কুল থেকে চার জন, বোলপুর নিচুপট্টি হাইস্কুল থেকে একজন, আমোদপুর জয়দুর্গা হাইস্কুল থেকে দুজন এবং বীরভূম জেলা স্কুল থেকে একজন প্রতিযোগী নিয়ে মোট ১১ জন দাবাড়ু রাজ্যস্তর দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগেই জেলার বিভিন্ন স্কুল থেকে আগত প্রতিযোগীদের মধ্যে ট্রায়ালে বাছাই পর্বের পর এই প্রতিযোগীরা জেলার হয়ে রাজ্যস্তরে অংশগ্রহণ করার সুযোগ পায়। অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে কে আই কার্ড ও সার্টফিকেট দেওয়া হয়েছে । বীরভূম জেলার কোচ তথা পাথরচাপুরি হাইস্কুলের ক্রীড়া শিক্ষক তাপস বিশ্বাস খেলোয়ারদের পারফরমেন্সে ভীষন খুশী। এরা প্রশিক্ষণ পেলে আরো ভালো ফল করতো বলে তিনি আশাবাদী। টীম ম্যানেজার হিসেবে প্রতিযোগীদের সঙ্গে গিয়েছিলেন দুবরাজপুর ব্লকের মেটেলা হাইস্কুলের ক্রীড়া শিক্ষক মৃণাল মণ্ডল। আয়োজকদের ব্যবস্থাপনার তিনি ভূয়সী প্রশংসা করেন। বীরভূম ডিস্ট্রিক্ট স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর সম্পাদক সন্দীপ মিশ্র প্রত্যেক প্রতিযোগীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।আগামী দিনে সবরকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি।বীরভূম জেলা দাবা সংস্থার সম্পাদক তথা সাজিনা পাবলিক হাইস্কুলের ক্রীড়া শিক্ষক বিজয় কৃষ্ণ সাও জানিয়েছেন রাজ্যস্তরে প্রথম বারের জন্য দল পাঠাতে পেরে খুবই খুশি। যোগ্যতা অনুযায়ী ছেলেরা অনেক ভালো খেলেছে। আগামী দিনে জেলার দাবাড়ুদের জন্য কলকাতা থেকে সুনামী প্রশিক্ষদের দিয়ে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া এবং অনলাইন দাবা ক্লাশ এর ব্যাবস্থা করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। রাজ্য স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী প্রতিযোগী সহ কোচ ও প্রশিক্ষকদের বীরভূম জেলা দাবা সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে তিনি জানান।