শম্ভুনাথ সেনঃ
১৩ দিনের মাথায় বিশ্বভারতীতে বিশ্ব ঐতিহ্য ফলক থেকে উপাচার্য এবং আচার্যের নাম মুছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ফেরাতে হবে। তৃণমূলের সেই অবস্থান মঞ্চে আজ ৮ নভেম্বর উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়। তিনি জানান বিশ্বভারতীর উপাচার্য বিশ্বকবি রবীন্দ্রনাথকে ছোটো করেছে মানে ভুল করেছে। কিন্তু সেই ভুল শুধরাচ্ছেন না। পাশাপাশি গতকাল ধর্ণামঞ্চের সামনে থাকা রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। তা নিয়েও এদিন সাংসদ শতাব্দী রায় মন্তব্য করেন। তিনি মন্তব্য করতে গিয়ে বলেন, অনুপমের সৎ বুদ্ধি হয়েছে মাঝে মাঝেই অনুপম ঠিক কাজগুলো করে ফেলে, যদি না করতো তাহলে খারাপ হতো। উনি নিজে শান্তিনিকেতনের ছেলে ওর আরো এটা ছোঁয়া দরকার ছিল। যা হয়েছে ভালো হয়েছে, দলের বিরুদ্ধে কাজ করেছে। ওদের দল বলবে দলবিরোধী কাজ করেছে। কিন্তু এ কাজ করে অনুপম সৎ সাহস দেখিয়েছে। এদিন ধর্ণামঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।