
শম্ভুনাথ সেনঃ

বীরভূমের তীর্থক্ষেত্র তারাপীঠে আজ ৮ নভেম্বর তারামায়ের কাছে পুজো দিলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সাথে ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি শমিত কুমার দাস, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা সহ জেলা নেতৃত্ব। উল্লেখ্য, বীরভূম বিজেপির প্রবাস যোজনা সাংগঠনিক বৈঠকে জেলা নেতৃত্বের সঙ্গে যোগ দিতে গতকালই জেলা সিউড়িতে আসেন। বিজেপির সদর কার্যালয়ে জেলা নেতৃত্বের সঙ্গে আগামী লোকসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন। সন্ধ্যায় সিউড়ী শহরের বহু প্রাচীন গৌড়ীয় মঠ ও রামকৃষ্ণ আশ্রমে যান। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বীরভূম জেলার মতুয়া সম্প্রদায়ের সভাপতি সুশীল মিস্ত্রীর বাড়িতেও যান কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। পরে সিউড়ী সংলগ্ন কড়িধ্যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রম পরিদর্শন করেন।



