শম্ভুনাথ সেনঃ
বীরভূমের কেন্দুলী জেলার অন্যতম বৈষ্ণব তীর্থভূমি। কেন্দুলির অজয় পাড়ে ভক্তিভবনে আজ ৯ নভেম্বর “জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির ৪৮ তম প্রতিষ্ঠা দিবসে এক কবি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির পতাকা উত্তোলন ও সংস্থার সভাপতি শান্তিকুমার রজকের গীতগোবিন্দের সুর দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিশিষ্ট খ্যাতনামা কবি অরুণ কুমার চক্রবর্তী। তাঁর হাত ছুঁয়ে মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা প.ব.সরকারের প্রাক্তন উপাধ্যক্ষ ভক্তিপদ ঘোষ। এদিন লেখক তথা আঞ্চলিক ইতিহাস গবেষক নলহাটির অজয় কুমার ঘোষ ও বিশিষ্ট সমাজসেবীকা ছবিলা খাতুনকে অনুষ্ঠানের পক্ষ থেকে ফুল ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কাঁসার থালার উপরে লেখা মানপত্র তুলে দেওয়া হয় তাদের হাতে। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কথা কবিতা গান দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় সাড়ম্বড়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুভাষ কবিরাজ ও শান্তি কুমার রজক জানান সংস্থার ৪৮ তম দিবসের পথচলা ও আগামী পরিকল্পনার কথা। জেলা তথা ভিন জেলার কবি সাহিত্যিকরা কবিতা পাঠে অংশ নেয়। উপস্থিত ছিলেন কবি নীলোৎপল ভট্টাচার্য, অধ্যাপক দেবাশিস দাস, ড.রবিন ঘোষ, গীতিকার নারায়ন কর্মকার, কবি দেবযানী মুখার্জী, লেখক দেবকুমার দত্ত প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনারুল হক।