শম্ভুনাথ সেনঃ
বীরভুমের লাভপুর ব্লকের গোপালপুরে অবস্থিত কেন্দ্রীয় সরকারের “জওহর নবোদয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এনসিসি, সিএটিসি, বিডি-০৭ ক্যাম্প। এই ক্যাম্পে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে অন্ততঃ ৪৫০ জন ক্যাডেট। গত ৩১ অক্টোবর এই ক্যাম্পের সূচনা হয়। আজ ৯ নভেম্বর তার পরিসমাপ্তি ঘটে। অংশগ্রহণকারী ক্যাডেটদের সামগ্রিক ব্যক্তিত্ব বিকাশের জন্য এবং দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলতে বিশেষ নজর দেওয়া হয়। প্রশিক্ষণের পাশাপাশি এই ক্যাম্পের ক্যাডেটদের ভারতীয় সেনাবাহিনীর কাজের শৈলী সম্পর্কে ধারণা এবং এই ক্যাম্পে প্রশিক্ষণ পাওয়া ক্যাডেটদের যাতে ভবিষ্যতে বিভিন্ন মিলিটারি, প্যারামিলিটারি ও পুলিশ ফোর্সের মতো দেশ সেবার কাজে অংশ নিতে পারে সেই বার্তা দেওয়া হয়।
এই ক্যাম্প পরিদর্শনে আসেন বর্ধমান গ্রুপ হেডকোয়ার্টারসের গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার কে. বিশ্বাস। তাঁকে অভ্যর্থনা জানান এনসিসি ১৫ বেঙ্গল ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার পরমজিৎ সিংহ রাইয়ার, সুবেদার মেজর রাম পাল, জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ রাকেশ কুমার, বরিষ্ঠ শিক্ষক রাজর্ষি পালিত এবং বিদ্যালয়ের এসোসিয়েট এনসিসি আধিকারিক ঋত্বিক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ব্যক্তিত্বরা তাদের বক্তব্যে এনসিসি ক্যাডেটদের দেশমাতৃকার সেবায় নিয়োজিত করার জন্য তিনি বিশেষভাবে অনুপ্রাণিত করেন। দীর্ঘ দশদিনের এই ক্যাম্প ক্যাডেটদের জীবনে নিয়মানুবর্তিতা ও দেশভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে বলে তারা আশাবাদী। আজ ৯ নভেম্বর এই ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মোদক, লাভপুর থানার এ.এস.আই অতনু দাস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলকে আগামীর শুভেচ্ছা ও দেশমাতৃকার প্রতি কর্তব্যবোধ জানিয়ে এই ক্যাম্প থেকে “ওহ, দেশ মেরে, তেরি শান পে সাদকে, কোই ধন হ্যা ক্যায় তেরি ধুল সে বাড়কে?…” কোরাস কণ্ঠে এমন সুর দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।