সন্তোষ পালঃ
রাজ্যের বিরোধী দল গুলি রাজ্য সরকারের বিরুদ্ধে যেমন পথে নেমে আন্দোলনে ব্যস্ত ঠিক তেমনি শাসকদল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে। ১০০দিনের কাজ বন্ধ, ১০০কাজে যুক্ত বহু শ্রমিক শ্রমের পারিশ্রমিক পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও আবাস যোজনার টাকা মাঝপথে বন্ধ করে দেওয়ার জন্য উপভোক্তারা বঞ্চিত হচ্ছে। এই বঞ্চনার বিরুদ্ধে আজ ১০ নভেম্বর দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পরলে মিট করা হয়। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল খান, শিক্ষা কর্মাধ্যক্ষ কাশেমুল হক, কৃষি কর্মাধ্যক্ষ তথা ব্লকের কোর কমিটির সদস্য মাসুদ করিম মণ্ডল, শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ ঝুমা সেন, তৃণমূল নেতা রবীন ব্যানার্জীসহ অন্যান্যরা এই প্রেস মিটে অংশ নেন। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রাপ্য অর্থ না দিলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ।