শম্ভুনাথ সেনঃ
রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র (বস্ত্র ও হস্ততাঁত) দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগ ও আয়োজনে আজ ১০ নভেম্বর অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। ইলামবাজারে একটি রাইস মিলের অঙ্গনে এই সম্মেলনে উপস্থিত ছিলেন বোলপুর সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্ম, ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফজরুল রহমান, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দুলাল রায়, সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পর রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা জানান, কেন্দ্র সরকার রাজ্যের প্রতি যে বঞ্চনা শুরু করেছে তার প্রতিবাদে জেলাব্যাপী ব্লক স্তরে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ইলামবাজার ব্লকের সবকটি অঞ্চলের অঞ্চল সভাপতি এবং মেম্বারদের সাথে নিয়ে আজকের এই বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। সবাইকে একত্রিত করে আগামী দিনে সাংগঠনিক পথ চলার বার্তা দেওয়া হয়। ২০২৪ এর লোকসভাকে পাখির চোখ করে আমরা এগিয়ে যাবো বলে তিনি কর্মী-সমর্থকদের জানান। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি বক্তব্যে জানান ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার ইচ্ছা করে আটকে রেখেছে। বাংলার মানুষেকে ভাতে মারার চেষ্টা চালাচ্ছে। তবুও আমাদের সরকার যেভাবে বাংলার উন্নয়ন করে চলেছে তাতে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে বুঝিয়ে দেবে। একটা সিটও বাংলা থেকে পাবে না বলে তিনি আশা ব্যক্ত করেন।