শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সদর সিউড়িতে আজ ১০ নভেম্বর সন্ধ্যায় সিউড়ী বড়বাগান সংলগ্ন ত্রিনাথ মন্দির (আখড়া) ও সিউড়ি ডাঙালপাড়া “রেড রোজ” ক্লাবের কালীপূজা ও দীপাবলী উৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সভাপতি ধ্রুব সাহা ও বিজেপির দলীয় নেতৃত্ব। এই অনুষ্ঠানে ত্রিনাথ মন্দিরের উদ্যোক্তা ও রেড রোজ ক্লাবের সকল সদস্য ছাড়াও স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন। প্রথমেই শ্যামা মায়ের কাছে প্রণাম জানিয়ে সত্য সনাতন ধর্ম ও শ্রীরামের জয়ধ্বনি দিয়ে উপস্থিত শ্রোতা, দর্শকদের কাছে তিনি বক্তব্য তুলে ধরেন। উল্লেখ্য, সিউড়িতে এই ত্রিনাথ মন্দির স্থাপিত হয় ১৯৯৬ সালে। সিউরির এই ঐতিহ্যবাহী ত্রিনাথ মন্দিরের শ্যামা মায়ের আরাধনা উৎসবে এবারও আসতে পেরে নিজেকে ধন্য মনে করেন তিনি। গতবারেও তিনি এসেছিলেন বলে জানান। এখানে উদ্বোধনের পর তিনি চলে যান রেড রোজ ক্লাবে। উল্লেখ্য, এই ক্লাব স্থাপিত হয়েছে ১৯৬৩ সালে। তিনি প্রথমেই মায়ের কাছে প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন! এই সনাতনী ধর্ম, শ্যামা মা, তারাপীঠের মায়ের প্রতি কটু মন্তব্য করার অভিশাপে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বেহাল অবস্থার কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন তারাপীঠের তারামায়ের সম্পর্কে কটু মন্তব্যে তার সাংসদ পদ বাতিলের পথে। এ জন্মের পাপ পুণ্যের হিসাব এ জন্মেই পেয়ে যাবেন বলে তিনি মন্তব্য করেন। উৎসাহ ও উদ্দীপনায় বহু মানুষের ভিড় উপচে পড়ে এই দুই উদ্বোধনী অনুষ্ঠানে।