নিমন্ত্রণের কার্ডের সঙ্গে গাছের চারা, সমাজ সচেতনতার বার্তা দিচ্ছেন পাত্রী ছন্দা কবিরাজ

দীপককুমার দাসঃ

আর কয়েকদিন পরেই বিয়ে।চলছে নিমন্ত্রণ পর্ব। আর এই নিমন্ত্রণ করতে গিয়ে নিমন্ত্রণ কার্ডের সঙ্গে একটি করে গাছের চারা তুলে দিচ্ছেন সিউড়ির সুভাষপল্লীর কবিরাজ পরিবারের সদস্যরা। আগামী ২৮ নভেম্বর বিয়ের দিন ঠিক হয়েছে ছন্দা কবিরাজের। পাত্র শেওড়াকুড়ির সুমিত মন্ডল। বিয়ের নিমন্ত্রণ পর্বেই পাত্রীর ইচ্ছে মতো পরিবারের সদস্যরা ও নিমন্ত্রিতদের বিয়ের কার্ড এর সঙ্গে তুলে দিচ্ছেন একটি করে টগর ফুলের চারা।দুশোর মধ্যে দেড়শো কার্ড এইভাবেই বিলি করেছেন ছন্দা কবিরাজ ও তার পরিবারের সদস্যরা। ছন্দা কবিরাজ জানান, “মর্ডাণ যুগ মানে কংক্রিটের যুগ। সেখানেও যেন সবুজ বজায় থাকে, সেইজন্যই একটা ছোট্ট চেতনা। বিয়ের কার্ডটা তো মানুষ পড়বেই। তার সঙ্গে ছোট্ট ছোট্ট ভালো চেতনা শেয়ার করলে সেটা সমাজের জন্য ভালো। দিদির বিয়ের সময়ে মনে হয়েছিল শুধু নিমন্ত্রণ কার্ড নয়, এমন কিছু আমার বিয়েতে করবো যাতে একটা শুভ চেতনার বার্তা থাকে। “ছন্দার দিদি মৌসুমী কবিরাজ গোস্বামী বলেন, ছোট থেকেই মা, বাবাকে গাছ লাগাতে দেখেছি। আর ঐ দেখে বোনের মধ্যে ও গাছের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। ছন্দা কবিরাজ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী। তার বাবা মিহির কবিরাজ বলেন, উদ্যোগটা মেয়ের। আমি সার্পোট করেছি। যাদের যাদের বাড়ি গাছ নিয়ে বিয়ের নিমন্ত্রণ করতে যাচ্ছি, তারাও খুব ভালো বলছেন। আমাদের ও ভালো লাগছে। এতে সমাজের যদি কিছু উন্নতি হয় তাহলে ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *