ছট পুজো উপলক্ষ্যে অজয় নদীর ঘাট পরিদর্শন ও আলোচনা সভা, খয়রাশোল এলাকায়

সেখ রিয়াজুদ্দিনঃ

ছট পুজো উপলক্ষে বীরভূম বর্ধমান সীমান্ত অজয় নদীর ঘাট সংলগ্ন এলাকা জুড়ে বহু মানুষের ঢল নামে। প্রতি বছর বীরভূমের খয়রাশোল থানা এলাকার ভীমগড়ের কাছে অজয় নদীর তীরে একদা কৈলাশের ঘাট নামে পরিচিত সেই স্থানে চলে ছট পুজোর ক্রিয়াকলাপ সাথে সাথে স্নান করার পর্ব। এখানে জেলার খয়রাশোল এলাকা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর, অন্ডাল, লাউদোহা থানা এলাকা থেকেও হাজারো ধর্মপ্রাণ ভক্ত ভোর থেকে অজয় নদের উক্ত স্থানে স্নান করতে আসেন এবং পুজো দেন। তাই ছট পুজোর আগেভাগেই স্থানীয় নদী ঘাটের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয় বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে। এরপর ছট পুজো কমিটি, স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, পুলিশ প্রশাসন সহ সমাজসেবিদের নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এদিন ছটপুজোর দিন অজয় ঘাট সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে আলোর ব্যাবস্থা, নদীর ঘাট পরিস্কার রাখা, যেখানে জলের গভীরতা বেশী সেই স্থানে বাঁশের বেরিকেড দেওয়া ও লাল ফিতে দিয়ে ঘেরার ব্যবস্থা, অসামাজিক কাজের প্রতি সতর্ক থাকা, জনস্বার্থে পুলিশি সহায়তা কেন্দ্র খোলা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করা হয়। এদিন সরজমিনে উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইনস্পেক্টর মাধব চন্দ্র মন্ডল, খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস, এস আই প্রশান্ত ব্যানার্জী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল গায়েন, কেন্দগড়ে পঞ্চায়েত প্রধান কেয়া দাস, স্থানীয় সমাজসেবী সিদ্ধার্থ ব্যানার্জী, গনেশ আচার্য্য, ভীমগড় বাজার কমিটির সদস্য সুখেন ব্যানার্জী, দীনবন্ধু সাঙ্গুই প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *