তৃণমুল জেলা সভাপতি পদে বহাল রইলেন অনুব্রত মণ্ডল, চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায়

সেখ রিয়াজুদ্দিনঃ

দীর্ঘ একবছরের উপর সভাপতি হীন বীরভূম জেলা তৃনণমুল কংগ্রেস। গরু পাচার মামলার অভিযোগে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে তিহার জেলে বন্দী। এনিয়ে শুরু হয় নানান জল্পনা। অনুব্রত মন্ডলের জায়গায় কে হবেন জেলা সভাপতি, আদৌ সে জায়গায় কাউকে দায়িত্ব দেওয়া হবে কিনা ইত্যাদি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে বোলপুরে জনসভা থেকে একপ্রকার পরিস্কার করে দেন অনুব্রত মণ্ডলই থাকছেন জেলা সভাপতি। পরিবর্তে জেলা কোর কমিটি গঠন করে তাদের উপর দায়িত্ব অর্পণ করেন। পাশাপাশি তিনি নিজে বীরভূম জেলার দায়িত্ব সামলাবেন। ফিরহাদ হাকিমরা সহযোগিতা করবেন। সেই মোতাবেক চলে আসছে জেলা তৃণমুল কংগ্রেসের কার্যক্রম।আজ ১৩ নভেম্বর অল ইন্ডিয়া তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য কমিটির নোটিশ মোতাবেক রাজ্যের বিভিন্ন জেলার তৃণমুল জেলা সভাপতি ও চেয়ারম্যান এর নামের তালিকা প্রকাশিত হয়েছে।সেখানে বীরভূম জেলার ক্ষেত্রে চেয়ারম্যান হিসেবে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ড আশীষ ব্যানার্জীর নাম প্রকাশ পায়। অন্যদিকে জেলা সভাপতি হিসেবে কোর কমিটির কথা উল্লেখ করা হয়েছে। আগে যেমন সামলেছেন এখনও সেইভাবে কোর কমিটি সামলাবেন জেলা বলে দলীয় সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *