
শম্ভুনাথ সেনঃ
আজ ভাইফোঁটা। ভাই-বোনদের মধ্যে সম্পর্ক ও ভালোবাসা বন্ধনের এক প্রতীকী উৎসব। বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের “মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম” অন্যান্য বছরের ন্যায় এবারও গণ ভাইফোঁটার আয়োজন করে। সুস্থ সমাজ ও সুসম্পর্কের প্রয়োজনে বৃহৎ পরিবারের স্বার্থে এই অনুষ্ঠান জেলায় এবার অন্যতম নজির। এদিন ৭৮ জন হোমের শিশু, প্রতিবন্ধী ভাই-বোন সহ মোট ২০০ জনকে চন্দনের ফোঁটা দিয়ে গন ভাইফোঁটা উৎসব পালিত হয়। অংশগ্রহণ করে কুন্ডলা সত্যানন্দ হোম, রামপুরহাট পুষ্পুরাগ মহিলা হোম, রামপুরহাট হ্যান্ডিক্যাপ এন্ড প্লাস্টিক সোসাইটি, মল্লারপুর পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম, কারমু ধরমু মিশন, স্থানীয় পুলিশ ও প্রশাসন, বিভিন্ন রামকৃষ্ণ আশ্রমের মহারাজরা। উপস্থিত ছিলেন তারাপীঠ শ্রীরামকৃষ্ণ মহামন্ডলের স্বামী হংসানন্দ মহারাজ, সাঁইথিয়া, রামকৃষ্ণ আশ্রমে স্বামী ধ্রুবানন্দ মহারাজ, আলমবাজার রামকৃষ্ণ মিশন মঠের ভাইস প্রেসিডেন্ট স্বামী সারদাত্মানন্দ মহারাজ সহ ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও বীরভূম জেলা পরিষদের কো-মেন্টর ধীরেন্দ্রনাথ ব্যানার্জি, ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের বিডিও আবু আলা মামুদ আনসার, মল্লারপুর থানার ওসি রাজকুমার দাস, দুবরাজপুর থেকে দুই অধ্যাপক সঞ্জয় দত্ত ও তন্ময় দত্ত এবং স্থানীয় আশ্রম অনুরাগী মানুষজন। এবার এই ভাইফোঁটা উৎসব দশম বর্ষে পদার্পণ করল বলে জানিয়েছেন আশ্রমের সম্পাদক সুকান্ত মণ্ডল। দুপুরে পংক্তি ভোজের পর আশ্রমের পক্ষ থেকে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সেই সঙ্গে হোমের পড়ুয়াদের বই খাতা কেনার জন্য দেওয়া হয় আর্থিক অনুদান।

