বীরভূমের সিউড়ী সংলগ্ন শালবনীতে গড়ে ওঠা “স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে” থাকা অসহায় মায়েদের কপালে দেওয়া হলো ভাইফোঁটা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ি সংলগ্ন কড়িধ্যার শালবনীতে গড়ে ওঠা “স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে” নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ১৫ নভেম্বর অনুষ্ঠিত হলো গনভাইফোঁটা উৎসব। বীরভূমের কড়িধ্যা শালবুনি আদিবাসী পাড়ায় এক বছর আগেই গড়ে উঠেছে এই বৃদ্ধাশ্রম। অসহায়, সম্বলহীন মায়েদের জন্য এই বৃদ্ধাশ্রমের যিনি গড়ে তুলেছেন তাঁর নাম ছবিলা খাতুন। সিউড়ি সাইবার ক্রাইম থানায় লেডি কনস্টেবল পদে তিনি কর্মরত। গত ২ অক্টোবর, ২০২২ এই বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন বীরভূমের তৎকালীন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। আজ বৃদ্ধাশ্রমে থাকা ২২ জন মায়েদের নিয়ে গণ ভাইফোঁটা অনুষ্ঠিত হয়। পরিবার ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা এবং স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমের শুভানুধ্যায়ীরা প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি, উলুরধ্বনির মধ্য দিয়ে এদিন মায়েদের কপালে ফোঁটা তুলে দেন। এইসব মায়েদের হাতে তুলে দেওয়া হয় ফল, মিষ্টি ও নতুন বস্ত্র। এই বৃদ্ধাশ্রমের কর্ণধার তথা প্রতিষ্ঠাতা ছবিলা খাতুন জানান তার স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমের স্বপ্নকথা। এদিন উপস্থিত ছিলেন সিউড়ি থানার পুলিশ আধিকারিক সহ কলকাতা থেকে আগত এক বাস্তুকার রথীন ঘোষ, বৃদ্ধাশ্রম এর এক শুভানুধ্যায়ী সিউড়ি থেকে কাঞ্চন দাস, দুবরাজপুর থেকে অধ্যাপক ড. রবিন ঘোষ, শিক্ষিকা সুস্মিতা রানা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *