রাজভূমি সাহিত্য পত্রিকার সপ্তম বর্ষের মোড়ক উন্মোচন

সন্তোষ পালঃ

বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর থেকে প্রকাশিত “রাজভূমি” সাহিত্য প্রত্রিকার সপ্তম বর্ষের মোড়ক উন্মোচন হলো আজ ১৬ নভেম্বর হেতমপুর অবর বিদ্যালয় অফিসের সভাগৃহে। এদিন বিশিষ্ট সাহিত্যিক রূপালী ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাহিত্যিক তথা সৃজনী পত্রিকার সম্পাদক সুনীল কর্মকার, সাহিত্যলোক পত্রিকার সম্পাদক অলক দাঁ, বিশিষ্ট সাহিত্যিক মূরলীধর দাস মঞ্চে উপবিষ্ট ছিলেন। পত্রিকার সপ্তম বর্ষের মোড়ক উন্মোচন করেন সুনীল কর্মকার। পত্রিকার সম্পাদক কল্যাণ দে সকলকে স্বাগত জানান এবং বর্তমানে ক্ষুদ্র সাহিত্য পত্রিকার সমস্যার কথা তুলে ধরেন। এই সাহিত্য প্রত্রিকার সভাপতি পরিমল ঠাকুর বলেন ৮৩ বছর বয়স হলো তবুও নেশার টানে পত্রিকা প্রকাশ করে চলেছি। উপস্থিত অতিথিবৃন্দ ক্ষুদ্র সাহিত্য প্রত্রিকার দৈন দশা ব্যক্ত করেন এবং সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে অনুরোধ করেন। এদিন তাপস কুমার চট্টরাজ, শিবপ্রসাদ খাঁ, শুভ্রা পাণ্ডে, সাধন দত্ত, অরুণ বাউরী, দীপক পৈতণ্ডী, মলয় দত্তসহ ৩০জন কবি সাহিত্যিক কবিতা, গল্প পাঠ করেন। পাশাপাশি বীরভূমের মোদক সমিতির অন্যতম সদস্য মলয় লাহা রাজভূমি পত্রিকার সম্পাদক কল্যাণ দে, মূরলীধর দাশ ও অলক দাঁকে বিশেষ ভাবে সংবর্ধনা প্রদান করেন। কথায় কবিতায় সংগীতে অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *