সিকম স্কিলস ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান, বোলপুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শনিবার বোলপুর এলাকায় অবস্থিত সিকম স্কিলস ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার অধ্যাপক আশীষ বন্দ্যোপাধ্যায়, সিকম গ্রুপের চেয়ারম্যান অনীশ চক্রবর্তী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার ডন বসকো স্বুলের অধ্যক্ষ ফাদার বিকাশ মন্ডল, পাবলিশার্স এ্যন্ড বুক সেলার গিল্ডের সাধারন সম্পাদক ত্রিদিব কুমার চ্যার্টাজী, সিকম স্কিলস ইউনিভার্সিটির আচার্য সুমিতা চক্রবর্তী, উপাচার্য প্রবীর মুখোপাধ্যায় সহ বহুবিশিষ্ট ব্যাক্তিবর্গ। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন পার্শ্ববর্তী কেন্দ্রডাঙ্গাল গ্রামের পাশে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এদিন ১৭১২ জন ছাত্র ছাত্রীকে শংসাপত্র দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। উল্লেখ্য, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জীনিয়ারিং, আইন, কৃষি বিভাগ, বিজ্ঞান, ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। পশ্চিম বঙ্গ ছাড়াও ভিন রাজ্যের ছাত্র-ছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে। এদিনের সমাবর্তন অনুষ্ঠানটি ছিলো যথেষ্ট নজড়কাড়া। বোলপুরের পাশে সবুজ মাঠ আর নীল আকাশের নীচে এই বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ যথেষ্ট রোমাঞ্চকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *