শম্ভুনাথ সেনঃ
বিশ্বভারতী রাহু মুক্ত হল, পরিবেশ বিধি মেনে আবার পৌষমেলা হোক। সাংবাদিকদের মুখোমুখি বসে এমনই বার্তা দিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন বলেও তিনি জানান৷ গত ১৭ নভেম্বর সাংবাদিক বৈঠক করে তিনি জানান, প্রাক্তন উপাচার্য পরিবেশ আদালতের দোহাই দিয়ে মেলা বন্ধ করেছিলেন। পরিবেশ আদালত কখনও মেলা বন্ধ করতে বলেনি৷ তিনি বলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজ রাহুমুক্ত। পূর্ণাঙ্গ সূর্য গ্রহণ আর নেই। নিজের অক্ষমতাকে ধামাচাপা দিতে এবং মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য কোনো কারণ ছাড়াই প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এক তরফা ভাবে মেলা বন্ধ করেছিলেন। পরিবেশ আদালত এবং পরিবেশকর্মীদের উপর দোষ চাপিয়ে ছিলেন। এখন বিদ্যুৎ চক্রবর্তী নেই বিশ্বভারতীতে নতুন সূর্য উঠেছে। এই আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানটি তার স্বমহিমায় ফিরবে বলে তিনি আশাবাদী। সুভাষবাবু আরো বলেন বর্তমান অস্থায়ী উপাচার্যকে এই মর্মে একটি অনুমোদন পত্র প্রদান করেছেন। এখানে অসংখ্য মানুষ এই মেলার দিকে তাকিয়ে থাকে। কবিগুরুর বিশ্বভারতী একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যশালী প্রতিষ্ঠান। আমরা চাই এই বিশ্ববরেণ্য প্রতিষ্ঠানটি তার স্বমহিমায় ফিরে আসুক। শান্তিনিকেতনে পৌষমেলার আয়োজন হোক মেলা প্রাঙ্গণেই।!