
সনাতন সৌঃ
লাভপুর থানার অন্তর্গত ভালাস গ্রামে ঐতিহ্যবাহী মনসা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, অতি সম্প্রতি ভালাসে ঐতিহ্যবাহী মনসা মন্দিরে দরজা ভেঙে ঠাকুরের বেশ কিছু সোনার অলঙ্কার সহ পুজোর সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতীরা।অন্য দিনের মতোই সন্ধ্যায় পুরোহিত মহাশয় মন্দিরে তালা বন্ধ করে চলে যান। কিন্তু পরের দিন সকালে দেখা যায় মন্দিরে তালা ভাঙা রয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যান । পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে।
