শম্ভুনাথ সেনঃ
অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির আহবানে বীরভূম জেলা সদর সিউড়িতে সাহিত্য পরিষদ হলে আজ ২০ নভেম্বর জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। মূলতঃ আদিবাসীদের অধিকার সুরক্ষায় এই সংগঠন কাজ করে চলেছে। বন (সংরক্ষণ) আইন সংশোধনী বিল-২০২৩, প্রত্যাহার এবং বন সংরক্ষণ রুল-২০২২ বাতিল, অরণ্যের অধিকার আইন ২০০৬ সম্পূর্ণরূপে লাগু করা, অরণ্য ধ্বংস করে জলবায়ু-পরিবেশ দূষণের বিরোধীতা সহ মোট ৮ দফা দাবী নিয়ে এই কনভেনশনে বীরভূমের ৭টি ব্লক থেকে প্রতিনিধিরা যোগ দেন। বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে আদিবাসী ও অরণ্যবাসী মানুষজনদের উচ্ছেদের উদ্দেশ্যে অরণ্য, পাহাড় ও খনিজ সম্পদ শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে তার বিরুদ্ধে এদিন বিভিন্ন বক্তা বক্তব্য তুলে ধরেন। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জন অধিকার সুরক্ষা কমিটির প.ব. রাজ্য সভাপতি পরিমল হাঁসদা। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের লাগু করা আইনের বলে লক্ষ লক্ষ আদিবাসী, চিরাচরিত বনবাসি, গরীব মানুষ তাদের আজন্ম ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে পথের ভিখারিতে পরিণত হবেন। তাই অবিলম্বে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কালা আইন প্রত্যাহারের দাবীতে দীর্ঘস্থায়ী লাগাতার আন্দোলন গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান। জেলা ব্যাপি এই আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে আজ এই সংগঠনের বীরভূম জেলা কমিটি গঠিত হয়। এই কমিটির সভাপতি নির্বাচিত হন বলেন্দ্র টুডু। অন্যদিকে জেলা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মার্শাল হেমরম। উদ্যোক্তাদের পক্ষ থেকে তথ্য জানানো হয়।