সনাতন সৌঃ
রাজনগর ব্লকের ভবানীপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলেড়া গ্রামের ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে পশুবলি বন্ধের সিদ্ধান্ত নিলো স্থানীয় দুর্গা মন্দির পরিচালনা কমিটির কতৃপক্ষ। আগামী বছর থেকে মানবিক কারণে দুর্গা পুজোতে মায়ের মন্দিরে আর কোনো ধরনের পশুবলি করা যাবে না বলে গ্রামবাসীদের ও ভক্তদের জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত বলা যায় যে, প্রতি বছর দেখা যায় বেলেড়া দুর্গা মন্দিরে পুজোর সময় প্রায় ২০০/২৫০টি পশুবলি করা হয়। কিন্তু এবার থেকে মায়ের কাছে কোনো পশু মানত বা মানসিক না করেন তার জন্য সকল ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের কথা প্রচার হতেই বুদ্ধিজীবীরা দারুন সন্তোষ প্রকাশ করেছেন।