মেহের সেখঃ
২৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাহিত্য অকাদেমির উদ্যোগে সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের কলকাতা অফিসের প্রেক্ষাগৃহে “ধর্ম, নীতি এবং মানবিক মূল্যবোধ ” বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় স্বাগত ভাষণ প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের সচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ। অনুষ্ঠানের প্রধান বক্তা শ্রীলঙ্কার বৌদ্ধ গবেষক এবং সাহিত্য অকাদেমির আনন্দ কুমার স্বামী ফেলো অধ্যাপক অসঙ্গ তিলকরত্নে ধর্ম, নীতি এবং মানবিক মূল্যবোধের উপরে মনোজ্ঞ আলোচনা করেন এবং প্রশ্নোত্তর পর্বে উৎসুক শ্রোতাদের থেকে প্রশ্ন নিয়ে সেগুলোর উত্তর দেন। সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের সহকারী সম্পাদক ক্ষেত্রবাসী নায়েকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।