তীর্থকুমার পৈতণ্ডীঃ
সিউড়ি ১নং ব্লকের ভাণ্ডীরবন শ্রীগোপালের গোষ্ঠমেলা এবং রাসমেলা এতদঞ্চলের বহু প্রাচীন গ্রামীণ মেলা। এলাকার ৪০/৫০টি গ্রামের মানুষের বিকিকিনির মেলা ভাণ্ডীরবনের মেলা। ময়ূরাক্ষ্মীর দুই তীরের মানুষ তাদের বিক্রির পসরা নিয়ে মেলায় আসে। রাত যত বাড়ে মেলাতে ভিড় ততো বাড়ে। এটাই ভাণ্ডীরবনের মেলার পরিচিত দৃশ্য। তবে ছবিটা বদলে গেছে বিগত কয়েক বছর থেকে। নদীর বামতীরের মানুষ তাদের পসরা নিয়ে আর মেলাতে আসে না। মেলাতে তাই ভিড় বাড়ে না। ময়ূরাক্ষ্মী এখন মরণফাঁদ। অবৈজ্ঞানিকভাবে বালি তোলার জন্য এখানে ওখানে বিপদ ওৎ পেতে থাকে। কোথাও কুড়ি ফুট গর্ত তো কোথাও আরও বেশি। নদী পারাপার কিম্বা স্নান করতে গিয়ে বিভিন্ন নদীতে তলিয়ে যাওয়া এখন নিত্যদিনের ঘটনা। সে সব সংবাদ মনে ভয় আনে। তাই নদী তীরের মানুষ রাতের নদীকে ভরসা করতে পারে না। স্বভাবতই মেলায় বিক্রি কমে যাচ্ছে বলে ব্যবসায়ীদের অভিমত। আমজোড়া ব্রীজ হয়ে ১০ কিমি ঘুরে যাওয়া যেমন সময় সাপেক্ষ্য ঠিক তেমনি ব্যয় বহুল। শীতের রাত্রে সে পথ কষ্টসাধ্যও। মনে ইচ্ছে থাকলেও নদীর ভয় তাদের ভুলিয়ে দিয়েছে ভাণ্ডীরবনের মেলা দেখার সাধ।