শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য রবি মূর্মু আজ ২৮ নভেম্বর মৎস্য ও প্রাণীসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ পদে আসীন হন। তিনি জেলার ইলামবাজার এলাকা থেকে নির্বাচিত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক, সহকারী সভাধিপতি স্বর্ণলতা সরেন, বীরভূম জেলা পরিষদের বিভিন্ন সদস্য সহ দলীয় নেতৃত্ব। এদিন এই অনুষ্ঠানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মত। ফুল মালা ও আবির নিয়ে খেলায় মাতেন তৃণমূল সমর্থকেরা। রবি মুর্মু প্রাণীসম্পদ ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ পদে শপথ নেওয়ার পরেই নিজের দপ্তরে যান। বহু মানুষ তাঁকে পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানান। রবি মূর্মু চেয়ারে বসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এ জয় সাধারণ মানুষের জয়, সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে এই চেয়ারে আমি বসেছি। আমি আগামী দিনে আমি সাধারণ মানুষের জন্যই কাজ করব। সেইসঙ্গে এই জয়ের জন্য রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে যেকোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব বলে তিনি আশ্বাস দেন।