
সেখ রিয়াজুদ্দিনঃ

খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া অঞ্চল যুব তৃণমুল কংগ্রেসের আয়োজনে ও বহড়াটিকুলি নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় স্থানীয় অঞ্চলের ১৪ টি দলকে নিয়ে তিন দিবসীয় ফুটবল টুুর্ণামেন্টের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার ছিল চুড়ান্ত পর্যায়ের খেলা, সেখানে ভীমগড় ফুটবল দল বনাম রসিদপুর ফুটবল দল মুখোমুখি হয়। ফলাফলে জানা যায়, ভীমগড় ফুটবল দল রসিদপুর ফুটবল দলকে পরাজিত করে বিজয়ীর শিরোপা অর্জন করে। বিজয়ী ও বিজিত উভয় ফুটবল দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়াও ম্যান অফ দি সিরিজ, ম্যান অফ দি ম্যাচ, বেষ্ট প্লেয়ার, বেষ্ট গোলকিপারকে পুরস্কৃত করা হয়। প্রচুর দর্শক ভরা খেলার মাঠে টুর্নামেন্টের পাশাপাশি পৃথক ভাবে দুটি মহিলা ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। দুই মহিলা ফুটবল দলকেও পুরস্কৃত করা হয়। খেলার আসরে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, জেলা পরিষদ সদস্য আঁখি অধিকারী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল কুমার গায়েন, কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান কেয়া দাস, শিক্ষক উজ্জ্বল হক কাদেরী, অবসরপ্রাপ্ত শিক্ষক কাঞ্চন অধিকারী, সমাজসেবী সেরাফত খান, মৃনালকান্তি ঘোষ, স্বপন সেন, সেখ জয়নাল, কাঞ্চন দে, কেনিজ রসিদ, রুনু সিংহ, মনোজ গাঙ্গুলী প্রমুখ।


