সেখ রিয়াজুদ্দিনঃ
অবশেষে প্রায় ৩৫ ঘন্টা পরে স্কুল পড়ুয়া ১৪ বছর বয়সী মৃদুল বার্নোওয়াল এর দেহ উদ্ধার হয় মঙ্গলবার। উল্লেখ্য সোমবার বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া পঞ্চায়েত এলাকার ভীমগড় ব্রীজ সংলগ্ন অজয় নদীতে পশ্চিম বর্ধমান জেলার উখড়া সারদা পল্লীর চারজন বন্ধু অন্যান্য পূন্যার্থীদের সাথে সকালে অজয় নদে স্নান করতে নেমেই তলিয়ে যাওয়ায় উপক্রম। চারজনেই জলে হাবুডুবু খেতে থাকে।উপস্থিত অন্যান্য পূন্যার্থীরা তিনজনকে জল থেকে তুলতে সমর্থ হলেও মৃদুল বার্ণওয়াল নামে ১৪ বছরের যুবক অজয়ের জলে তলিয়ে যায়।পরবর্তীতে বিপর্যয় মোকাবিলা বাহিনী সোমবার থেকে উদ্ধার কাজে নামলেও তাকে উদ্ধার করতে পারেনি। মৃদুলের পরিবারের লোকজন প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলে ভীমগড়-পান্ডবেশ্বর অজয় সেতুর উপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।দুই জেলার দুই থানার টানাপোড়েনের ফলে উদ্ধার কার্যে বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ ঘটনাস্থলে আসেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় কথা বলেন খয়রাশোল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে।পরবর্তীতে বৈকাল চারটে নাগাদ প্রায় ৩৫ ঘন্টা পর অজয় নদের জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দল। এলাকাবাসীদের ক্ষোভ বালি মাফিয়ারা বড় বড় গর্ত খুঁড়ে তথা অবৈজ্ঞানিক ভাবে নদীতে বালি তুলে নেওয়ার ফলে চোরাবালিতে ফেঁসে গিয়ে এ ধরনের বিপত্তি ঘটছে বারবার, যা আগেও এরকম দুর্ঘটনা সম্মুখীন হতে হয়েছে। নজির রয়েছে দুর্গা পূজোয় সপ্তমীর সকালে নদীতে দোলা আনার সময় ভীমগড় গ্রামের চুড়র কলোনীর একজন জলে তলিয়ে গিয়ে মৃত্যু ঘটে। জলে তলিয়ে যাওয়ার ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা কমিটির সদস্য গণেশ ঘোষের বক্তব্য-নদীকে মা বলে জানি কিন্তু বর্তমানে সেই অজয় নদী রাক্ষসীতে পরিণত হয়েছে। কাদের মদতে, শুধু কি প্রশাসনিক না অন্য কেউ জড়িত আছে তা তদন্ত হওয়ার দরকার। নদীতে স্নান করা যদি অপরাধ হয়, তাহলে সেটাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হোক বলেও তার দাবি।