
শম্ভুনাথ সেনঃ
জাল লটারি বিক্রি করার অপরাধে ২ জন লটারী বিক্রেতাকে গ্রেপ্তার করে বীরভূমের মুরারই থানার পুলিশ। ধৃতদের নাম মিন্নার সেখ ও জিন্নার আলী। ধৃত বিক্রেতাদের কাছ থেকে পাওয়া গেছে ২০০০ টি জাল লটারির টিকিট, সেইসঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ হাজার টাকা। ঘটনাটি ঘটে বীরভূমের পাইকর থানার কাশিমনগরে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বীরভূমের পাইকরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পাইকর থানার পুলিশ। কাশিমনগর গ্রামের মোড়ের কাছে এই দুই লটারি বিক্রেতা জাল লটারি বিক্রি করছিল। সেই সময় পুলিশ তাদের আটক করে। পুলিশ লটারির টিকিট গুলি খতিয়ে দেখে বুঝতে পারে সেগুলি জাল। তারপরই ওই দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম