
শম্ভুনাথ সেনঃ
জুয়া খেলার অপরাধে জুয়াবোর্ড থেকেই ৭ জনকে গ্রেপ্তার করে বীরভূমের মুরারই থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ১ ডিসেম্বর রাতে মুরারই গ্রাম পঞ্চায়েতের মহুলডাঙ্গা গ্রামে। সাজিকুল সেখ(২০), নাজিবুল দেওয়ান (৪৩), শাহালাম সেখ(২৪), মুরসালিম মন্ডল(২১) সুনারুল সেখ(২০), লিটন সেখ(২৯), গুলশান সেখ(৪০) এই সাত জনকে জুয়ার বোর্ড থেকে হাতে নাতে ধরা হয়। সেই সঙ্গে তাদের কাছ থেকে ১৩,৩০০ টাকা, ৪টি মোটর বাইক ও ৪টি মোবাইল ফোন আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজ এই ৭ জনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম